ফুলের বাজারে ভালোবাসা দিবসের উত্তাপ

রাত পোহালেই পয়লা ফাল্গুন। সেই সঙ্গে দিনটি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়ে থাকে। এ দিনে প্রিয়জনের হাতে ফুল তুলে দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে। চুলের খোঁপায় ফুল লাগিয়ে সাজেন তরুণীরা। বসন্তের রঙিন পোশাক ও ফুলের গয়নার সাজে রঙিন হয় দিনটি। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ফুলের বাজার।

১ / ৯
বেড়েছে গোলাপ ফুলের চাহিদা। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ৯
ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপ ফুলের চাহিদা বেড়েছে। বাগানের ফুল তুলে বিক্রি করতে ব্যস্ত চাষি। পক্ষীফান্দা এলাকা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
বাগানে ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। এসব ফুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। দর্জিপাড়া এলাকা, পঞ্চগড়
ছবি: রাজিউর রহমান
৪ / ৯
যশোরের গদখালী ফুলের বাজারে চাষি ও ব্যবসায়ীদের ব্যস্ততা
ছবি: মনিরুল ইসলাম
৫ / ৯
পাইকারেরা ফুল কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গদখালী ফুলবাজার, যশোর
ছবি: মনিরুল ইসলাম
৬ / ৯
নগরের ফুলের দোকানগুলোতে নানা ধরনের ফুল কিনতে ভিড় করছেন তরুণ-তরুণীরা। সদর রোড, বরিশাল
ছবি: সাইয়ান
৭ / ৯
পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম ফুলের বাজার। নানা বয়সের মানুষ আসছেন ফুলের বাজারে। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া
ছবি: সোয়েল রানা
৮ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের ফুল। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া
ছবি: সোয়েল রানা
৯ / ৯
পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডের আগের দিন অনেকেই ঢুঁ মারছেন ফুলের বাজারে। বেড়েছে গোলাপ ফুলের চাহিদা। শহীদ খোকন পার্কসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া
ছবি: সোয়েল রানা