ঘাস মারতে বিষের ব্যবহার বাড়ছে, কমছে জমির উর্বরতা
সারা দেশে কৃষিজমিতে আগাছা মেরে ফেলতে বিষের প্রয়োগ বাড়ছে। এই বিষ আগাছানাশক নামে পরিচিত। জমি প্রস্তুত করার আগে আগাছা পরিষ্কার করা জরুরি। শুধু যে ফসলের মাঠে তা নয়, রাস্তার ধারের জঙ্গল, পুকুর বা খেতের আইলে গজানো ঘাসগুলোকে মেরে ফেলতে এই আগাছানাশক দেদার ব্যবহার করা হচ্ছে। সকালে ফসলের জমিতে এই বিষ ছিটালে বিকেলেই আগাছা মরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ বিষের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। জমির পোকামাকড় কীটপতঙ্গও মরে যাচ্ছে। এমনকি গবাদিপশু মারা যাওয়ার ঘটনাও ঘটছে। জমিতে খাবারের খোঁজে আসা পাখিদেরও স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার গ্রামীণ মাঠ থেকে তোলা কয়েকটি ছবি নিয়ে সাজানো গল্প
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮