ঈদ উপলক্ষে বাড়িতে ছুটছে মানুষ, ট্রেনে ভিড়

স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছে মানুষ। তাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রায় সব ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের আগে স্টেশনে আসতে থাকেন লোকজন। আবার অনেকেই আগেভাগে এসে স্টেশনে অপেক্ষা করতে থাকেন ট্রেনের জন্য। তবে গরম পড়ার কারণে একটু ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আজ বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন ঘুরে তোলা আলোকচিত্র নিয়ে এই ছবির গল্প। ছবি: সৌরভ দাশ

১ / ১০
একসঙ্গে বাড়িতে যাচ্ছে কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থী। ট্রেন না ছাড়া পর্যন্ত তারা উৎসুক হয়ে জানালা দিয়ে বাইরে মাথা বের করে তাকিয়ে থাকে।
২ / ১০
অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে জানালা দিয়ে শিশুদের ট্রেনে উঠিয়ে দেন।
৩ / ১০
বাড়িতে যেতে সন্তানকে কাঁধে নিয়ে স্টেশনে প্রবেশ করেন এই বাবা।
৪ / ১০
আসনের টিকিট না পেয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট নিতে স্টেশনে ভিড় করেন বহু মানুষ।
৫ / ১০
বাড়িতে যেতে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করেন লোকজন।
৬ / ১০
বেলা গড়াতে না গড়াতে স্টেশনে ভিড় করতে থাকেন লোকজন।
৭ / ১০
বিকেলে রেলস্টেশনে বাড়িমুখী মানুষের ভিড় জমে।
৮ / ১০
বাড়িতে যেতে এভাবে স্টেশনে অপেক্ষা করতে থাকেন লোকজন।
৯ / ১০
আগে থেকে স্টেশনে এসে সন্তানদের নিয়ে অপেক্ষা করতে থাকেন অনেকে।
১০ / ১০
টিকিট ছাড়া ট্রেনে উঠতে রেলের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন অনেকে।