আউশ-আমনের মৌসুম

সারা দেশে মাঠঘাটে চলছে ধান রোপণ ও কাটার নানা রকমের আয়োজন। একদিকে আমন ধানের চারা রোপণ চলছে, অন্যদিকে পাকা আউশ ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। চলছে ধান সেদ্ধ করার কাজ। সম্প্রতি দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি জমেছে ধানখেতে। এ সময় ধান কাটতে অনেকটাই বিপাকে পড়েন কৃষকেরা। ছবিগুলো সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ৯
খেত প্রস্তুত শেষে দল বেঁধে আমন ধান রোপণ করছেন কৃষকেরা। আলালপুর, কৈজুরী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
আমন ধানের খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৩ / ৯
ধানখেতে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। লাকুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল
ছবি: সাইয়ান
৪ / ৯
গোয়ালন্দে শুরু হয়েছে আমন ধানের মৌসুম। সাত সকালেই ব্রি আমন-৭৫ জাতের ধানের চারা তুলছেন কৃষকেরা। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৫ / ৯
ধানখেতের পাশেই সকালের খাবার খাচ্ছেন তিন কৃষক। মাদলা, শাজাহানপুর, বগুড়া
ছবি: সোয়েল রানা
৬ / ৯
বৃষ্টিতে জমিতে পানি জমেছে। সেই পানিতে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক সোহেল রানা। পাচথুবী, কুমিল্লা
ছবি: এম সাদেক
৭ / ৯
ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জুরা-দীর্ঘভূমি বিল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: সোহরাব হোসেন
৮ / ৯
মাঠের পাশের সড়কে আউশ ধান মাড়াই করছে এক কৃষক পরিবার। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ৯
সাতসকালে ধান সেদ্ধ করতে ব্যস্ত তোফাজ্জল হোসেনের পরিবার। ওমর আলী মোল্যার পাড়া, গোয়ালন্দ
ছবি: এম রাশেদুল হক