পাটের গুদামে ব্যস্ততা

সোনালি আঁশ পাট। বস্তা, ব্যাগসহ নানা জিনিস বানানো হয় পাট দিয়ে। আষাঢ়-শ্রাবণ মাসে, অর্থাৎ বর্ষাকালে পাটের মৌসুম শুরু হয়। এ সময় পাটের গুদামগুলোয় ব্যস্ত সময় কাটান শ্রমিকেরা। বরিশালের উজিরপুরের শিকারপুর বাজারে পাটের গুদাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা-

১ / ৬
আঁটি বাঁধার আগে ওজন মাপার জন্য আনা হয়েছে পাট।
২ / ৬
একেকটি আঁটিতে ৫০ কেজি করে পাট মেপে নেওয়া হচ্ছে।
৩ / ৬
গুদামে পাটের আঁটি বাঁধার কাজে ব্যস্ত এক শ্রমিক।
৪ / ৬
চাষিদের কাছ থেকে কিনে আনা পাট গুছিয়ে রাখা হচ্ছে।
৫ / ৬
পাটের আঁটি তৈরি করছেন শ্রমিকেরা।
৬ / ৬
পাটকলে পাঠানোর জন্য পাট নিয়ে যাওয়া হচ্ছে।