২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খুলনায় প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হলো প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব। শুক্রবার সকাল সাড়ে নয়টায় খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে এ উৎসবে ছিল সনাতন বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে খুলনা ও সাতক্ষীরা জেলার স্কুল পর্যায়ের ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করেছিল।

১ / ১১
তথ্যকেন্দ্রে সকাল থেকেই ভিড় করে প্রতিযোগীরা।
২ / ১১
প্রতিযোগিতা শুরুর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
৩ / ১১
প্রাথমিক পর্বের বিতর্কে নিজের যুক্তি তুলে ধরছে এক প্রতিযোগী।
৪ / ১১
বিতর্কের বিষয় নিয়ে যুক্তিখণ্ডন করছে একজন।
৫ / ১১
বারোয়ারি বিতর্কে বিচারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা।
৬ / ১১
কুইজ প্রতিযোগিতায় প্রত্যেকের মনযোগ প্রশ্নপত্রে।
৭ / ১১
মুঠোফোনে বিতর্কের বিষয়বস্তুর রসদ পাওয়ার চেষ্টা।
৮ / ১১
সনাতন বিতর্কে যুক্তি তুলে ধরছে এক বক্তা।
৯ / ১১
চ্যাম্পিয়ন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিচারক ও অতিথিরা।
১০ / ১১
ট্রফি নিয়ে একসঙ্গে ছবি তোলায় ব্যস্ত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যরা।
১১ / ১১
ট্রফির সঙ্গে প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসবের খুলনা আঞ্চলিক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল