খেতের নীরব প্রহরী

পশুপাখির উৎপাত থেকে ফসল বাঁচাতে খেতে কাকতাড়ুয়া রাখেন কৃষকেরা। বাঁশ, বেত ও খড় দিয়ে মানুষের শরীরের আদলে বানানো হয় একেকটি কাকতাড়ুয়া। এরপর পুরোনো পোশাক পরিয়ে নানা ঢঙে সাজিয়ে তা খেতে রাখা হয়। নীরব প্রহরী হয়ে খেত পাহারা দেয় কাকতাড়ুয়া। সিলেটের উমাইরগাঁও, শিবেরবাজার ও বাদাঘাট এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৭
খেতের মাঝে রঙিন শার্ট পরা কাকতাড়ুয়া
২ / ৭
বিস্তৃর্ণ খেতে পাশাপাশি দুটি কাকতাড়ুয়া
৩ / ৭
সবুজ খেতের মাঝে সাদা পোশাকের কাকতাড়ুয়া
৪ / ৭
কাকতাড়ুয়াকে পরিয়ে রাখা হয়েছে পাঞ্জাবি
৫ / ৭
সবজিখেতে বসানো কাকতাড়ুয়ার পরনে শার্ট, মাথায় মাটির পাত্র
৬ / ৭
কাকতাড়ুয়ার পরনে পাঞ্জাবি, মাথায় খড়ের ওপর পুরোনো লুঙ্গি পেঁচিয়ে দেওয়া হয়েছে
৭ / ৭
খেতের মাঝে প্রহরী হয়ে দাঁড়িয়ে হুডি পরা কাকতাড়ুয়া