আগারগাঁওয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ১৭ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ হবে ২৩ নভেম্বর। আসবাব, ক্রোকারিজ, কসমেটিকস, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। পছন্দের জিনিস কিনতে ক্রেতারা ভিড় করছেন মেলায়।  

১ / ১০
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করছেন দর্শনার্থীরা।
২ / ১০
মেলায় পছন্দের গয়না দেখছেন এক তরুণী।
৩ / ১০
দেশীয় রপ্তানিযোগ্য কসমেটিকস বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।
৪ / ১০
সামনেই শীত। তাই মেলায় ঠাঁই পেয়েছে শীতের পোশাক কোট ও ব্লেজার।
৫ / ১০
পছন্দের কাপড় দেখছেন ক্রেতারা।
৬ / ১০
মেলায় উঠছে ইরানের তৈজসপত্র।
৭ / ১০
সিরামিকের পণ্যের স্টলে ক্রেতাদের ভিড়।
৮ / ১০
ভারতীয় শালের স্টল।
৯ / ১০
শিশুদের খেলনার পসরা।
১০ / ১০
মেলায় আসা লোকজন ঘোরাফেরার ফাঁকে চেখে দেখতে পারেন মুখরোচক নানা পিঠাও।