বড়দিন উপলক্ষে বর্ণিল সাজ

২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন। এ উপলক্ষে এর মধ্যেই নেওয়া হয়েছে প্রস্তুতি। বড়দিনের আমেজ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলগুলোতে। চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেলের লবি ও অন্যান্য স্থান সাজানো হচ্ছে বর্ণিল সাজে।

১ / ১২
পেনিনসুলা হোটেলে ক্রিসমাস ট্রি সাজাতে ব্যস্ত একজন
২ / ১২
গির্জার মতো করে ছোট আকারে বানানো হচ্ছে একটি ঘর
৩ / ১২
পেনিনসুলা হোটেলের বসার স্থানও সাজানো হয়েছে বড়দিনের সাজে
৪ / ১২
পেনিনসুলা হোটেলে ছবি তোলার জন্য একটা জায়গা বিশেষভাবে সাজানো হয়েছে
৫ / ১২
সান্তা ক্লজের মুখের আদলে তৈরি করে সাজানো হচ্ছে হোটেলে ঢোকার পথ
৬ / ১২
নানা রঙের জিনিস দিয়ে বাহারি সাজে হোটেল সাজানো হচ্ছে
৭ / ১২
র‌্যাডিসন হোটেলে বড়দিনের সাজ দেখে সেখানে ছবি তুলছেন কয়েকজন
৮ / ১২
বর্ণিল সাজের সঙ্গে রয়েছে কাগজের তৈরি বাংলাদেশের ছোট ছোট পতাকা
৯ / ১২
গির্জায় সাজিয়ে রাখা হয়েছে পুতুল। আর পুতুলের মাথায় রয়েছে লম্বা টুপি
১০ / ১২
সাজানোর পাশাপাশি বিক্রি করা হচ্ছে নানা উপহারসামগ্রী
১১ / ১২
আগ্রাবাদ হোটেলে সবুজের সঙ্গে লাল রং মিলিয়ে সাজানো হচ্ছে লবি
১২ / ১২
গির্জার আদলে ছোট ঘর ও ক্রিসমাস ট্রিতে সেজেছে আগ্রাবাদ হোটেলের লবি