ছয় ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় চলনবিলকে। বর্ষায় থই থই জলরাশি থাকলেও শরৎকালে বিল অনেকটাই শান্ত রূপ ধারণ করে। ছুটির দিনগুলোতে এখানে ভ্রমণপিপাসুদের ভিড় জমে। পর্যটকেরা চলনবিলের সৌন্দর্যে অভিভূত হন। চলনবিলের পাবনা জেলা অংশের কিছু ছবি নিয়ে আজকের ছবির গল্প।

১ / ১২
শরতে চলনবিল অনেকটাই শান্ত রূপ ধারণ করে।
২ / ১২
চলনবিলে নৌকায় করে স্বল্প খরচে খড় পরিবহন করা হয়।
৩ / ১২
চলনবিলে নৌকা নিয়ে ঘোরার সময় মাঝেমধ্যেই হাঁসের দলের দেখা মেলে।
৪ / ১২
নৌকায় করে মাছ শিকার করছেন একজন।
৫ / ১২
পর্যটকেরা চলনবিলের সৌন্দর্যে মুগ্ধ হন।
৬ / ১২
বিলে সেতুতে চলছে আন্তনগর ট্রেন।
৭ / ১২
বিলে জোড়া বক।
৮ / ১২
বিলের পানিতে পালতোলা নৌকা ভাসিয়েছেন একজন।
৯ / ১২
বিলের বুকে পালতোলা নৌকা
১০ / ১২
ভ্রমণপিপাসুরা নৌকা ভাড়া করে চলনবিলে ঘুরে বেড়ান।
১১ / ১২
অস্তাচলে সূর্য। পানিতে পড়েছে সেই সোনালি আলো। তখনো মাছ শিকারে ব্যস্ত জেলেরা।
১২ / ১২
সূর্য ডোবার পরও চলনবিলে ভ্রমণপিপাসুরা।