লাল সোনাইল আর জারুলের সৌন্দর্য

সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে লাল সোনাইল ফুল। ফুলটির গোলাপি ও গাঢ় লাল রঙের আভা নজর কাড়ছে অনেকের। পাশাপাশি ফুটেছে গাঢ় বেগুনিরঙা জারুল ফুল। এই দুই ফুলের নজরকাড়া সৌন্দর্যের দেখা মিলছে বগুড়ার মহাস্থানগড়ে। ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ৮
সবুজ পাতার ফাঁকে ফুটে আছে লাল সোনাইল ফুল
২ / ৮
লাল সোনাইল ফুল ক্যাসিয়া জাভানিকা নামেও পরিচিত
৩ / ৮
লাল সোনাইল ফুলগাছে গজিয়েছে সবুজ পাতা
৪ / ৮
নাম লাল সোনাইল হলেও এতে গোলাপি রঙের আধিক্য দেখা যায়
৫ / ৮
ঝুমকার মতো ফুটেছে লাল সোনাইল ফুল
৬ / ৮
গাছের ডালজুড়ে জারুল ফুলের সমারোহ
৭ / ৮
পাশাপাশি ফুটে আছে লাল সোনাইল ও জারুল ফুল
৮ / ৮
জারুল ও লাল সোনাইল ফুলের সৌন্দর্য নজর কাড়ে অনেকের