বৃষ্টিস্নাত প্রকৃতির রূপ

রাতের বৃষ্টিশোভিত প্রকৃতি। শুধু প্রকৃতিতে স্নিগ্ধতা ছড়ানো নয়, অসহনীয় গরম কাটিয়ে স্বস্তি এনেছে ঝুম বৃষ্টি। ফুলের পাপড়ি, লতাপাতা ও গাছের ডালপালাকেও সাজিয়ে রেখেছে বৃষ্টির ফোঁটাগুলো। সকালে সূর্যের আলোয় প্রকৃতির মনভরানো এই সৌন্দর্য নিয়ে ছবির গল্প

১ / ৯
বৃষ্টিস্নাত বৃক্ষরাজি
২ / ৯
বুনো ফুল টগর
৩ / ৯
ড্রাগনের ডালজুড়ে নজরকাড়া বৃষ্টির ফোঁটা
৪ / ৯
কুঞ্জলতার ফুলের পাপড়ি
৫ / ৯
রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে লতাপাতায়
৬ / ৯
বৃষ্টিস্নাত লেবুর পাতা
৭ / ৯
অলকানন্দা ফুলের শোভাবর্ধন করেছে বৃষ্টির ফোঁটা
৮ / ৯
কলাপাতা আর হলদে রঙের রঙ্গন ফুলে জমে থাকা বৃষ্টির ফোটা নজর কাড়ে পথিকের
৯ / ৯
বনে ফুটে থাকা সাদা কাঞ্চন ফুলের পাপড়িতে জমে থাকা বৃষ্টির ফোঁটা