মাঠে আলু তোলার ধুম

দেশে আলু উৎপাদনের অন্যতম একটি কেন্দ্র বগুড়া। সেখানে এখন বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। দেশি, পাকরি, গ্র্যানুলা, সানসাইন, ডায়মন্ড, কার্ডিনালসহ নানা জাতের আলু চাষ করা হয়েছে বগুড়ায়। খেত থেকে আলু তোলার ধুম লেগেছে পুরো জেলায়। এই ছবিগুলো সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি ও কাজলগৌরী গ্রামে তোলা।

১ / ৮
আলু তোলায় ব্যস্ত একদল নারী
২ / ৮
খেত থেকে আলু তুলে জমা করে রাখা হচ্ছে
৩ / ৮
মাঠ থেকে আলু বাছাই করে বস্তায় ভরছেন তাঁরা
৪ / ৮
খেতে শুকানোর পর বস্তায় ভরা হচ্ছে আলু
৫ / ৮
তোলার পর জায়গায় জায়গায় রাখা হয়েছে আলু
৬ / ৮
আলু তোলার ফাঁকে বিশ্রাম নিচ্ছেন কৃষকের দল
৭ / ৮
তোলার পরও কিছু আলু খেতে রয়ে যায়। সেই আলু খুঁজছেন তাঁরা
৮ / ৮
মাঠ থেকে বস্তায় ভরে এনে আলু স্তূপ করে রাখা হচ্ছে