বোরো খেতে বৃষ্টির বাগড়া

বোরো ধান কাটা–মাড়াইয়ের ভরা মৌসুম চলছে। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। এতে বিপাকে পড়েছেন চাষিরা। বিশেষ করে যাঁরা একটু নিচু জমিতে ধান চাষ করেছেন, তাঁরা। জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় বোরো ধান কাটা–মাড়াইয়ের ছবি নিয়েই এই গল্প।

১ / ১০
বৃষ্টিতে পানি জমেছে পাকা ধানখেতে। হাঁটুপানি মাড়িয়ে ধান কাটছেন এক কৃষক।
২ / ১০
কীটপতঙ্গের খোঁজে এক জোড়া বক পাখি।
৩ / ১০
নৌকা নিয়ে খেতে কেটে রেখে আসা ধান আনতে যাচ্ছেন তিনি।
৪ / ১০
পাকা ধান নৌকায় নিয়ে খাল হয়ে বাড়ি ফিরছেন দুই কৃষক।
৫ / ১০
নৌকা ভরা ধান নিয়ে তীরে ছুটছেন তিনি।
৬ / ১০
হাঁটুপানি মাড়িয়ে ধান নৌকায় তুলছেন তাঁরা।
৭ / ১০
ভেজা ধানের আঁটি কাঁধে নিয়ে তীরে তুলছেন এক কৃষক।
৮ / ১০
খেত থেকে তুলে শুকনা জায়গায় রাখা হচ্ছে ধান।
৯ / ১০
মাড়াইয়ের পর খেতের পাশে পাকা সড়কে ধান শুকানোর কাজে ব্যস্ত তাঁরা।
১০ / ১০
ধান শুকানোর পর বস্তায় ভরে ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।