চট্টগ্রামের খলিফাপট্টিতে তোড়জোড়

চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকায় অবস্থিত খলিফাপট্টি। সেখানকার অলিগলিতে এখন শুধু সেলাই মেশিনের আওয়াজ। ঈদ আসছে। তাই ক্রেতার হাতে পছন্দের পোশাক পৌঁছে দিতে অবিরাম কাজ করে যাচ্ছেন খলিফাপট্টির দরজিরা। তুলনামূলকভাবে দাম কম হওয়ায় এবং পোশাকে বৈচিত্র্য থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। প্রধানত শিশু ও মেয়েদের পোশাক তৈরি করা হয় এখানে। ঈদকে সামনে রেখে রংবেরঙের নানা পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। তাঁদের প্রায় সবার কারখানাই দোকানসংলগ্ন। ছোট বা মাঝারি কক্ষের এসব কারখানায় শ্রমিকদের কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার অনেকে পোশাকে জরি, চুমকি ও লেস বসানোর কাজ করছেন। দোকানভেদে গড়ে ৬ থেকে ১২ জন শ্রমিক কাজ করেন কারখানাগুলোতে। ঈদকে কেন্দ্র করে খলিফাপট্টির ব্যবসায়ী ও খলিফারা কাটাচ্ছেন ব্যস্ত সময়।

১ / ৯
ক্রেতাদের পোশাক দেখাচ্ছেন ব্যবসায়ীরা
২ / ৯
নায়রা নামের এই বছরের জনপ্রিয় একটি পোশাক খুলে দেখাচ্ছেন ব্যবসায়ী
৩ / ৯
তৈরি করা পোশাক দোকানে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
৪ / ৯
স্তূপ করে রাখা ঝুটের মধ্যে কাজে ব্যস্ত দুই শ্রমিক
৫ / ৯
ছোট ছোট এমন অসংখ্য কক্ষে কাজ করেন শ্রমিকেরা
৬ / ৯
কাপড় কাটতে ব্যস্ত এক শ্রমিক
৭ / ৯
দিনরাত এভাবে চলে পোশাক সেলাইয়ের কাজ
৮ / ৯
পোশাক তৈরির জন্য এখানে কাপড় কাটা থেকে শুরু করে সব কাজ করে শিশুশ্রমিকেরা
৯ / ৯
মাপ দিয়ে কাপড় কাটছেন দুজন