নগরজুড়ে পানিসংকট: ওয়াসার পাইপ ফেটে দুর্ভোগে বাসিন্দারা

গত এক দশকে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করলেও চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এখনো পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি ওয়াসা। পানি নিয়ে চলমান দুর্ভোগের সূত্রপাত গত শনিবার রাতে। ‘বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের কাজ চলাকালে ওয়াসার পাইপলাইন ফুটো হয়ে যায়। এ কারণে নগরজুড়ে পানির সরবরাহ বন্ধ হয়ে তীব্র সংকট দেখা দেয়। পানিসংকট চরম পর্যায়ে পৌঁছানোয় ক্ষুব্ধ নগরবাসী ওয়াসার ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে অনেকেই কেনা পানি দিয়ে রান্নাবান্না, ধোয়ামোছা ও গোসলের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করতে বিভিন্ন ভবনের সামনে দীর্ঘ লাইন দেখা যায়।

১ / ৯
ওয়াসা ভবন ঘেরাও করতে মিছিল নিয়ে যান নগরবাসী।
২ / ৯
ওয়াসা ভবনের সামনে পুলিশের অবস্থান।
৩ / ৯
পানি কিনে নিয়ে যাচ্ছেন এক বাসিন্দা।
৪ / ৯
মাদ্রাসার শিক্ষার্থীরা জার ভরে পানি নিয়ে যাচ্ছে।
৫ / ৯
পানি নিতে ভিড় করেন বাসিন্দারা।
৬ / ৯
কাট্টলী হুজুরের খামার থেকে পানি নিচ্ছেন এলাকার বাসিন্দারা।
৭ / ৯
মধ্যম রামপুর এলাকার সড়কের পাশে একটি ভবন থেকে পানি নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন বাসিন্দারা।
৮ / ৯
কলসি ও বালতি ভরে পানি নিয়ে যাচ্ছেন।
৯ / ৯
একটি ভবনের নিচে পানি নেওয়ার জন্য কলস, বোতল ও বালতি রাখা হয়েছে।