‘কালো সোনা’র খেতে কৃষকের ব্যস্ততা
ফরিদপুরে বীজ পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এই বীজকে ‘কালো সোনা’ বলে এ অঞ্চলের মানুষ। সেই বীজ (কালো সোনা) উৎপাদনে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগ চলতি মৌসুমে অন্তত ৫০০ কোটি টাকা বাণিজ্যের আশা করছে। বীজ পেঁয়াজের মাঠে যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু সাদা কদম ফুলের সমারোহ। ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বিভিন্ন মাঠজুড়ে পেঁয়াজের সাদা ফুল। হাত দিয়ে পরাগায়নের কাজ করছেন কিষান-কিষানিরা। ছোট শিশুর মতো যত্ন করতে হয় এই বীজ পেঁয়াজের ফলন ফলাতে। বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আবাদ শুরু হয়ে ফলন ওঠে এপ্রিল-মে মাসে। চলতি মৌসুমে মৌমাছি কম থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছ কৃষকদের। প্রতিদিনই দর্শনার্থীরা আসছেন দৃষ্টিনন্দন কৃষিজমিতে; বীজ পেঁয়াজের সাদা ফুলের সৌন্দর্য দেখে অনেকেই নানান ভঙ্গিতে তুলছেন সেলফি। বীজ পেঁয়াজের মাঠে কৃষকের ব্যস্ততা নিয়ে ছবির গল্প