শশিভূষণ মেলা

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘শশি মেলা’। উপমহাদেশে চারুকলার বিকাশে শশিভূষণের অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হয়। ১৪ ও ১৫ জানুয়ারি দুদিনের মেলায় বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থীর আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান স্থান পায়। চিত্রশিল্পী শশিভূষণ পালকে নিয়ে এ ধরনের আয়োজন বাংলাদেশে প্রথম। খুলনা বিশ্ববিদ্যালয়ে মেলার বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।

১ / ১০
স্টলে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি এবং এসব ছবি দিয়ে বানানো ক্যালেন্ডার রাখা হয়েছে।
২ / ১০
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চিত্রশিল্পী শশিভূষণ পালকে নিয়ে আলোচনা সভা।
৩ / ১০
মেলায় ছিল বিভিন্ন রঙিন হস্তশিল্প।
৪ / ১০
সার বেঁধে রাখা ক্যানভাসগুলোতে ছবি দেখছেন দর্শনার্থীরা।
৫ / ১০
মেলায় মাটির তৈরি কাপ দেখছেন দর্শনার্থীরা।
৬ / ১০
মেলার পাশেই চিত্রকর্ম আঁকায় ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা।
৭ / ১০
স্টলে দর্শনার্থীর ভিড়।
৮ / ১০
‘মায়াবন বিহারিণী’লেখা মাটির তৈরি লকেটে মনোযোগী ক্রেতা।
৯ / ১০
মাটির তৈজসপত্র দেখছেন দর্শনার্থীরা।
১০ / ১০
নকশা করা কাপড়ের স্টল ছিল মেলায়।