পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষ হয়েছে রোববার। তবে সোমবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলার দিনও দীর্ঘ ছুটির আমেজ কাটেনি। গরমের কারণে সকালে বের না হলেও এদিন বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছিল অন্যদিনের মতোই দর্শনার্থীদের ভিড়। পতেঙ্গা সমুদ্রসৈকতে পর্যটকদের এ ভিড় ছিল উপচে পড়া। সমুদ্র দেখার পাশাপাশি স্পিডবোট, নৌকা, ঘোড়া ও নাগরদোলায় চড়ে সময় কাটিয়েছেন তাঁরা। ছবিগুলো সোমবার বিকেলে তোলা।

১ / ১৪
দোকানে পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে খাবার
২ / ১৪
সমুদ্র দেখতে ভিড় করেছেন হাজারো পর্যটক
৩ / ১৪
ভিড়ের মধ্যে শিশুকে কাঁধে নিয়ে সমুদ্র দেখা
৪ / ১৪
সূর্যাস্তের দৃশ্য দেখতে ভিড়
৫ / ১৪
অনেকে ওঠেন নাগরদোলায়
৬ / ১৪
দ্বিতল পর্যটক বাসে করে ঘুরতে আসেন অনেকে
৭ / ১৪
সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়েছে বিকেলের মিষ্টি রোদ
৮ / ১৪
সৈকতে ছবি তুলছেন কয়েকজন
৯ / ১৪
সমুদ্রের পানিতে গোসল করা
১০ / ১৪
শিশুদের জন্য ছিল বিভিন্ন রাইডের ব্যবস্থা
১১ / ১৪
নৌকার আদলে তৈরি দোলনায় চড়েছেন কয়েকজন
১২ / ১৪
চাকতি খেলছেন একজন
১৩ / ১৪
শিশুকে ঘোড়া চেনাচ্ছেন স্বজন
১৪ / ১৪
সৈকতে ছিল ফুলের মুকুট কেনারও সুযোগ