প্রতিকূলতার মধ্যেই ধান কাটছেন কৃষকেরা

আবার প্রখর রোদ আর গরমে ক্লান্ত মানুষ। বিশেষ করে ধান কাটা মৌসুমে কৃষকেরা ভুগছেন বেশি। তবু কাজ থেমে নেই। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। কাঠফাটা রোদ আর গরম উপেক্ষা করে বোরো ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে ব্যস্ত দিন পার করছেন চাষিরা। ছবিগুলো রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ১০
রোদ থেকে রক্ষা পেতে বস্তা মাথায় ধান শুকাচ্ছেন এই কিষানি।
২ / ১০
একটু ছায়া পেতে ধানের গোছা হাতে নিয়ে রোদ আড়াল করা।
৩ / ১০
ছাতা মাথায় দিয়ে ধান ছড়াচ্ছেন এই কিষানি।
৪ / ১০
মাথাল মাথায় দিয়ে ধান কাটছেন এই কৃষক।
৫ / ১০
খড় শুকাচ্ছেন একজন চাষি।
৬ / ১০
কৃষিশ্রমিকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এই চাষি।
৭ / ১০
ধান শুকাতে গিয়ে গরমে তৃষ্ণার্ত এক কিষানি আইসক্রিম খাচ্ছেন।
৮ / ১০
মাড়াই শেষে খড় নিয়ে বাড়ি ফিরছেন এই চাষি।
৯ / ১০
জমি থেকে ধান এনে সড়কের পাশে রাখছেন কৃষক দম্পতি।
১০ / ১০
মাথায় করে ধানের আঁটি নিয়ে বাড়ি ফিরছেন কিষানি।