চট্টগ্রামে ভোটের দিনে হরতালে সংঘর্ষ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ হলো। এখন চলছে গণনা। এদিকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কালুরঘাট সিঅ্যান্ডবি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে।

১ / ৮
সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁদের হাতে দেশি অস্ত্র দেখা যায়।
২ / ৮
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
৩ / ৮
মৌলভি পুকুরপাড় এলাকায় পিকেটারদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন র‍্যাব সদস্যরা।
৪ / ৮
বিএনপির নেতা–কর্মীদের নিশানা করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
৫ / ৮
মুখোমুখি অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির কর্মী–সমর্থকেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা।
৬ / ৮
সড়কে অবস্থানরত ক্ষুব্ধ বিএনপি নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
৭ / ৮
হাতমাইকের মাধ্যমে পিকেটারদের সরে যাওয়ার নির্দেশ দিতে দেখা যায় পুলিশ সদস্যদের।
৮ / ৮
বিএনপির নেতা–কর্মীদের ছত্রভঙ্গ করতে সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন বিজিবির সদস্যরা।