টিলা কেটে ঝুঁকিপূর্ণ বসবাস

সিলেট নগরের বিভিন্ন এলাকায় এখনো কিছু টিলা রয়েছে। ২০০-১৫০ ফুট উঁচু এসব টিলা কেটে সেখানে ঘর বানিয়ে ঝুঁকি নিয়ে বাস করছে অনেক পরিবার। সম্প্রতি সিলেট নগরের চামেলিবাগ এলাকায় টিলাধসে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুঝুঁকি থাকলেও থামছে না টিলা কাটা। নগরের আখালিয়া রাইফেলস ক্লাবের ব্রাহ্মণশাসন টিলা ও নগরের মেজরটিলার উত্তর মোহাম্মদপুর এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১২
সিলেট নগরের উত্তর মোহাম্মদপুর এলাকায় টিলা কেটে তৈরি করা হয়েছে আবাসন
২ / ১২
কাটা টিলার চারপাশে টিনের ঘর তৈরি করা হয়েছে।
৩ / ১২
টিলার কাটা অংশে নির্মাণ করা হয়েছে টিনের ঘর। যেকোনো মুহূর্তে টিলা ধসে যেতে পারে।
৪ / ১২
নগরের আখালিয়া রাইফেলস ক্লাবের ব্রাহ্মণশাসন টিলার একাংশ কেটে অনেক আগেই নির্মাণ করা হয়েছে বাড়িঘর।
৫ / ১২
কাটা টিলার নিচে ঝুঁকি নিয়ে বসবাস।
৬ / ১২
ব্রাহ্মণশাসন টিলার প্রায় অর্ধেক কেটে ফেলা হয়েছে।
৭ / ১২
টিলার চূড়ায় টিনের ঘরে বাস করছে মানুষ।
৮ / ১২
এ রকম জায়গায় টিলাধসের ঝুঁকি অত্যন্ত প্রবল।
৯ / ১২
টিলার ওপর নালা তৈরি করা হয়েছে। এটি টিলা কাটার আরেকটি কৌশল।
১০ / ১২
টিলার একাংশ ধসে পড়েছে আখালিয়া রাইফেলস ক্লাবের সীমানাপ্রাচীরে।
১১ / ১২
সাম্প্রতিক টিলা ধসের ঘটনার পর ঝুঁকিপূর্ণ টিলাগুলোকে চিহ্নিত করেছে প্রশাসন।
১২ / ১২
টিলার নিচে বসবাস না করতে প্রশাসনের পক্ষ থেকে চলছে প্রচারণা।