জ্বলছে সুন্দরবন

সুন্দরবনের পূর্বাংশে আগুন লেগেছে। গতকাল শনিবার সকালে লাগা এ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের সহযোগিতা করছে বন বিভাগের স্বেচ্ছাসেবক, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় বাসিন্দারা। হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী।

১ / ১০
আগুন নেভাতে প্রায় সোয়া দুই কিলোমিটার দূরের ভোলা নদী থেকে পাম্পের সাহায্যে পানি আনতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
২ / ১০
বনের মধ্যে এমন বেশ কিছু এলাকা একদমই পুড়ে গেছে। নিচে ছাই আর ওপরে দাঁড়িয়ে আছে মরা গাছ, ডালপালা।
৩ / ১০
আগুন নেভানোর জন্য ভোলা নদী থেকে তোলা হচ্ছে পানি।
৪ / ১০
পানি নেওয়ার জন্য ফায়ার সার্ভিস হোসপাইপ বসিয়েছে।
৫ / ১০
বিক্ষিপ্তভাবে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পুড়ে গেছে শ্বাসমূল।
৬ / ১০
বাবার সাথে পুড়ে যাওয়া সুন্দরবনে ছোট্ট জয়ন্তী। কখন আগুন নিভবে প্রশ্ন তাঁর।
৭ / ১০
আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা।
৮ / ১০
ট্রলারে পাম্পমেশিন বসিয়ে ভোলা নদী থেকে পানি নেওয়া হচ্ছে।
৯ / ১০
হেলিকপ্টারে করে পানি নিয়ে ছিটানো হচ্ছে বনে।
১০ / ১০
পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে শ্বাসমূল।