হরেক ফলের বাজার

দেশে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার রাজধানীর বাদামতলী বাজার। কাকডাকা ভোরে এই বাজারে শুরু হয় বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রলার ও ট্রাকে করে ফল আসে বাদামতলী ঘাটে। দেশীয় ফলের পাশাপাশি আমদানি করা ফলও বিক্রি হয় এ বাজারে। রাজধানীর আশপাশসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে ফল যায়। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১৪
সারি সারি কাভার্ড ভ্যানে আনা হয়েছে বিভিন্ন ধরনের ফল।
২ / ১৪
আঙুর বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন এক আড়তমালিক।
৩ / ১৪
পাইকারি ডাব বিক্রি হচ্ছে বাদামতলীর বুড়িগঙ্গার তীরে।
৪ / ১৪
আনারস কিনছেন কয়েকজন পাইকার।
৫ / ১৪
বাঙ্গি সাজিয়ে রাখছেন এক আড়তদার।
৬ / ১৪
একজন আড়তদার আপেলের দাম হাঁকাচ্ছেন।
৭ / ১৪
মাল্টা বিক্রির টাকা গুনে নিচ্ছেন এক আড়তদার।
৮ / ১৪
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে আপেল।
৯ / ১৪
ছোট-বড় আকার অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আনার।
১০ / ১৪
কালো আঙুরের দাম তুলনামূলক বেশি।
১১ / ১৪
ঘাটে এনে রাখা হয়েছে তরমুজ। দামও এখন পড়তির দিকে।
১২ / ১৪
নৌকা থেকে টুকরিতে করে আড়তে তরমুজ নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
১৩ / ১৪
ফল কিনতে কাভার্ড ভ্যানের সামনে পাইকারদের ভিড়।
১৪ / ১৪
বিক্রির জন্য নৌকায় করে ফল নিয়ে যাচ্ছেন পাইকার।