‘সেলিব্রেটিং ডটার্স’

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন এবং ‘কথা হোক: বাবা-মেয়ের চিঠি’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেলিব্রেটিং ডটার্স’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উঠে আসে বাবা-মেয়ের নানা অনুভূতির কথা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো ডটকম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

১ / ১১
অনুষ্ঠানে উপস্থিত হন অতিথি ও আয়োজকেরা। অতিথিদের বেশির ভাগই ছিলেন সারা দেশ থেকে আমন্ত্রিত বাবা-মেয়ে।
২ / ১১
বক্তব্য দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে।
৩ / ১১
প্যানেল আলোচনায় (বাঁ থেকে) গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারূন, কথাসাহিত্যিক আফসানা বেগম, শিক্ষার্থী পারমিতা দে মানসী ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসমত জাহান।
৪ / ১১
কন্যাকে নিয়ে অনুভূতি প্রকাশ করছেন একজন বাবা।
৫ / ১১
‘কথা হোক: বাবা–মেয়ের চিঠি’ বই থেকে একটি চিঠি পাঠ করছেন শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা।
৬ / ১১
বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ আয়োজনের নানা দিক তুলে ধরেন তিনি।
৭ / ১১
সেরা চিঠি লেখক দেবাশ্রিতা পাল প্রাচুর্যকে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে। পাশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
৮ / ১১
সেরা চিঠি লেখক ফজলে এলাহীকে পুরস্কার তুলে দিচ্ছেন ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে। পাশে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
৯ / ১১
অতিথি ও আয়োজকদের সঙ্গে নির্বাচিত চিঠির লেখকেরা।
১০ / ১১
সংগীত পরিবেশন করছে শিক্ষার্থী অনুভা ঐশী।
১১ / ১১
সংগীত পরিবেশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক প্রিয়াঙ্কা গোপ।