শিমুলগাছে পাখিরা
শীতের রিক্ততা মুছে আসছে বসন্ত। প্রকৃতিতে লেগেছে বসন্তের সাজ সাজ রব। পাতা ঝরার বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠতে শুরু করেছে নতুন প্রাণ। ফাগুনের উতলা বাসন্তী হাওয়ায় দোলা লেগেছে প্রকৃতিতে। ফুটতে শুরু করেছে বসন্তের ফুল শিমুল। শিমুলগাছে নানা প্রজাতির পাখির ওড়াউড়ি আর ফুলের মধু খাওয়া জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। এ যেন বসন্তের আগেই পাখিদের বসন্ত উদ্যাপন।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮