জমজমাট সবজির আড়ত

সিলেট নগরের সবচেয়ে বড় সোবহানীঘাট সবজির আড়ত। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকারি দরে সবজি বিক্রির জন্য আড়তে আনা হয়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সব জাতের সবজি বিকিকিনি। তবে সকালে জমজমাট থাকে সবজির আড়ত। এখান থেকে পাইকারি দরে সবজি কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা। রমজানে বেচাকেনায় জমজমাট থাকে সোবহানীঘাট ট্রেড সেন্টার সবজির আড়ত। ছবিগুলো গত সোমবার সকালে তোলা।

১ / ১২
এই আড়তে সব ধরনের সবজি পাওয়া যায়। ক্রেতা-বিক্রেতাও তাই বেশি
২ / ১২
সিলেটের স্থানীয় সবজি পাওয়া যায় এই আড়তে
৩ / ১২
গাজর, টমেটো ও কাঁচা মরিচ নিয়ে বসেছেন পাইকারেরা
৪ / ১২
আড়তের সামনে ট্রাকে পণ্য ওঠানামার কাজে ব্যস্ত শ্রমিকেরা
৫ / ১২
পাইকারি দরে লেবু কিনছেন বিক্রেতারা
৬ / ১২
পাইকারি দরে ‍মুলা কিনেছেন এই ব্যক্তি
৭ / ১২
সবজির বস্তা মাথায় ছুটেছেন এক শ্রমিক
৮ / ১২
ট্রাক থেকে আলু নামাচ্ছেন একজন
৯ / ১২
ক্যারেটভর্তি টমেটো মাথায় নিয়ে আড়ত থেকে বেরিয়ে আসছেন শ্রমিক
১০ / ১২
গাজরের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছেন শ্রমিক
১১ / ১২
পাইকারি দরে চারটি বাঁধাকপি কিনে নিয়ে যাচ্ছেন এই তরুণ
১২ / ১২
পাইকারি দরে সবজি কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতা