দুর্গাপুরের দৃষ্টিনন্দন তাল সড়ক
হেমন্তের কোমল রোদে ঝলমল করে ওঠে বগুড়ার কাহালুর দুর্গাপুর–পাঁচপীর সড়ক। স্থানীয় শিক্ষার্থী আর তরুণদের রোপণ করা শতাধিক তালের আঁটি আজ পুরো বদলে দিয়েছে আঁকাবাঁকা এ পথ। সারি সারি তালগাছ এখন যেন সবুজ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে এ পিচঢালা পথে। দূরদূরান্ত থেকে ঘুরতে আসা মানুষ থমকে দাঁড়ান এ তালগাছের ছায়ায়। এ তাল সড়ক নিয়েই এবারের ছবির গল্প।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯