তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

সারা দেশে বহমান ৭৬ বছরের মধ্যে রেকর্ডভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। মেঘের আনাগোনা ও মাঝেমধ্যে বাতাস বয়ে গেলেও পূর্বাভাস ছিল, আজ সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গরম বাড়তে পারে। আর সেটিই হয়েছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল অপেক্ষাকৃত বেশি। প্রখর রোদে বেশি কষ্ট পোহাতে হচ্ছে পথে চলাচলকারী মানুষদের।

১ / ৮
প্রচণ্ড রোদে তপ্ত হয়ে উঠেছে ছাতা, তাই ছাতাকে নদীর পানিতে ভিজিয়ে নিচ্ছেন তিনি। শ্যামবাজার ঘাট, ২৯ এপ্রিল
২ / ৮
শীতল ছায়ার আশায় তপ্ত ছাতা ঠান্ডা করে আবার জীবিকার সন্ধানে এই খেয়ার মাঝি। শ্যামবাজার ঘাট, ২৯ এপ্রিল
৩ / ৮
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাতার নিচে একদল শিক্ষার্থী। শ্যামবাজার ঘাট, ২৯ এপ্রিল
৪ / ৮
ইঞ্জিনচালিত নৌকায় সব যাত্রীর হাতেই ছাতা। শ্যামবাজার ঘাট, ২৯ এপ্রিল
৫ / ৮
তীব্র তাপপ্রবাহের মধ্যে খেয়া পারাপারে যাত্রীরা। ফরাশগঞ্জ, ২৯ এপ্রিল
৬ / ৮
ছাতা হাতে যাত্রীর অপেক্ষায় মাঝিরা। ফরাশগঞ্জ, ২৯ এপ্রিল
৭ / ৮
প্রচণ্ড রোদে বুড়িগঙ্গা নদীর পানিতে পা ভিজিয়ে বিশ্রাম নিচ্ছেন এক মাঝি। ফরাশগঞ্জ, ২৯ এপ্রিল
৮ / ৮
বিকেলেও রোদের তেজ ও সড়কের ধুলাবালি থেকে বাঁচতে গায়ের ওড়না দিয়ে মুখ ঢেকে এক শিক্ষার্থী। মাদানি অ্যাভিনিউ, ২৯ এপ্রিল