বাহারি জাত ও নামের বরই

কনকনে ঠান্ডা উপেক্ষা করে সাতসকালেই ফলের আড়তে বেচাকেনা জমে ওঠে। বর্তমানে এই ফলের আড়তে সবচেয়ে বেশি আসছে বাহারি জাত ও নামের বরই। চাহিদা যেমন, দামও বেশ চড়া। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বল সুন্দরী বরই। এরপর রয়েছে নারকেলি বরই। এ ছাড়া আপেল কুল, ভারত সুন্দরী, আঙ্গুরী ও টক বরই রয়েছে। আড়তে জাত ও মানভেদে প্রতি মণ বরই দুই হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়। সাম্প্রতি বগুড়া শহরের স্টেশন সড়কে আড়তের বরই বেচাকেনার কয়েকটি ছবি নিয়ে এই গল্প।

১ / ১১
কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকালেই ফলের আড়তে বেচাকেনা জমে ওঠে
২ / ১১
দরদাম করে বরই কিনে নিচ্ছেন খুচরা বিক্রেতারা
৩ / ১১
বাহারি জাতের বরই সাজিয়ে রেখেছেন বিক্রেতা
৪ / ১১
আড়তে বরইয়ের হিসাব লিখে রাখছেন এক ব্যবসায়ী
৫ / ১১
কিনে নেওয়া বরই মেপে বস্তায় ঢেলে নিচ্ছেন খুচরা বিক্রেতারা
৬ / ১১
সবচেয়ে বেশি চাহিদা বল সুন্দরী বরইয়ের। এর দামও বেশি। পাইকারিতে প্রায় পাঁচ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে এই বরই
৭ / ১১
দৃষ্টিনন্দন ভারত সুন্দরী বরই
৮ / ১১
সাতক্ষীরা অঞ্চল থেকে আনা বল সুন্দরী বরই
৯ / ১১
টসটসে ভারত সুন্দরী বরই। এক মণ বরই পাইকারি বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়
১০ / ১১
ক্যারেট ভরা টক বরই
১১ / ১১
নারকেলি বরইয়ের চাহিদা রয়েছে বেশ। দামও বেশ। প্রতি মণ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই বরই