কী সুন্দর টিয়া পাখি

হেমন্তের শেষের এই সময়ে টিয়া পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পেরুয়া এলাকার বাসিন্দাদের। গ্রামের ঘন গাছের ডালে ঝাঁকে ঝাঁকে থাকে টিয়া। শিরীষ, নানা জাতের ফুল, আম ও কড়ইগাছ বেশি পছন্দ ওদের। পাশেই লইগ্যা বিল। সেখান থেকে পাকা ধানের ম-ম গন্ধ ভেসে আসে। আর সুযোগ বুঝে এই বিলের ধানে হানা দেয় টিয়ার দল। মনে হয় কেউ বুঝি তাদের নবান্নের আমন্ত্রণ পাঠিয়েছে।

১ / ১০
কোনটা পাতা, কোনটা টিয়া, বোঝা দায়।
২ / ১০
দলে যোগ দিতে উড়ে এসেছে আরেকটি টিয়া।
৩ / ১০
খুনসুটিতে মেতেছে ওরা।
৪ / ১০
দেখতে সবাই একই রকম।
৫ / ১০
দল বেঁধে উড়ছে টিয়ারা।
৬ / ১০
ধানের খোঁজে এসেছে ওরা।
৭ / ১০
উড়ে যায় টিয়ার ঝাঁক।
৮ / ১০
বিলে নামার প্রস্তুতি নিচ্ছে একদল টিয়া।
৯ / ১০
আহা কী সুন্দর!
১০ / ১০
শব্দ শুনলে কিংবা মানুষ দেখলে এভাবে উড়াল দেয় টিয়ার দল।