পাতি সরালির সৌন্দর্য

সরালি বা পাতি সরালি বাংলাদেশে আবাসিক পাখি। তবে শীতের সময় পরিযায়ী পাতি সরালির আনাগোনা বাড়ে। দেখতে হাঁসের মতো। জলাশয় বা দিঘির পানিতে দল বেঁধে ছোটাছুটি করে। কখনো ঝাঁক বেঁধে উড়াল দেয়। একসঙ্গে উড়তে দেখলে মনে হয় ধূসর-বাদামি ঢেউ। এদের কিচিরমিচির শব্দে মুখর থাকে পুরো এলাকা। চট্টগ্রামের পটিয়ার চক্রশালা এলাকার পাতি সরালি নিয়ে এবারের ছবির গল্প:

১ / ৮
দল বেঁধে দিঘির জলে বসে আছে সরালি
২ / ৮
সামান্য শব্দ পেলেই ঝাঁক বেঁধে উড়াল দেয়
৩ / ৮
সরালির কিচিরমিচির শব্দে মুখর থাকে পুরো এলাকা
৪ / ৮
সরালির এই সৌন্দর্য দেখতে আসেন অনেকে
৫ / ৮
শীত মৌসুমে দিঘি-জলাশয়ে সরালির আনাগোনা বাড়ে
৬ / ৮
দল বেঁধে উড়লে তৈরি হয় মনোরম দৃশ্যের
৭ / ৮
সরালির এমন ছোটাছুটিতে চোখ জুড়িয়ে যায়
৮ / ৮
এ যেন নীল ক্যানভাসে ধূসর-বাদামি ঢেউ