বাহারি চা

মুহূর্তেই মনকে সতেজ করে, ঝিমুনি ভাব দূর করে, মনঃসংযোগ বৃদ্ধি করে, চিন্তাশক্তি জাগ্রত করে যে জিনিস, তা হলো চা। এটি সামাজিক বন্ধন ও বন্ধুত্বের প্রতীক। এই পানীয় খেতে দেওয়া হয় নিমন্ত্রণেও। গল্পগুজবের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে চা। পুষ্টিবিদেরা বলেন, মাত্র ১৭০ মিলিলিটারের এককাপ চা প্রতিদিনের অ্যান্টি–অক্সিডেন্টের চাহিদার উল্লেখযোগ্য অংশ সরবরাহ করতে পারে। তাই আজকের দিনটি চা–প্রেমীদের দিন। আজ ২১ মে বিশ্ব চা দিবস । বিভিন্ন চা–এর ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন

১ / ১০
সকালের নাশতায় নান্দনিকভাবে উপস্থাপন করা হয় এককাপ দুধ চা
২ / ১০
সর্দি–জ্বর সারাবে কাঁচা হলুদ দিয়ে বানানো এই চা।
৩ / ১০
সর্দি-কাশি দূর করতে মধুর চা খুবই উপকারী।
৪ / ১০
বানাতে পারেন নয়নতারা ফুলের বিশেষ চা।
৫ / ১০
জনপ্রিয় মালাই দুধ চা।
৬ / ১০
রাজধানী শহরে অলিগলিতে পাওয়া যায় মটকা চা।
৭ / ১০
শুধু ওজন কমাতেই সাহায্য করে তা নয়, তার সঙ্গে আপনার পেটের নানা রকম সমস্যাও সমাধান করে এই গোলাপ চা।
৮ / ১০
সকালে এককাপ আদা–লেবুমিশ্রিত চা আপনার খুসখুসে কাশি সারাবে।
৯ / ১০
ঘরেই বানানো যায় জাফরানি চা।
১০ / ১০
খুব সহজেই গ্রিন টি–ব্যাগ দিয়ে বানিয়ে নিতে পারেন শিউলি ফুলের চা।