‘স্বস্তি’ ফেরাচ্ছে মুড়িকাটা পেঁয়াজ

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি আড়ত খাতুনগঞ্জে আসতে শুরু করেছে দেশি আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। তুলনামূলক কম দামে এই পেঁয়াজ কিনছেন খুচরা বিক্রেতারা। আমদানি করা চীনা পেঁয়াজের দামও কমেছে। ফলে টানা কয়েক দিন ধরে অস্থিতিশীল থাকা পেঁয়াজ বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। খাতুনগঞ্জ থেকে ছবিগুলো বুধবার তোলা।

১ / ১০
মুড়িকাটা পেঁয়াজ গাড়িতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
২ / ১০
পেঁয়াজ দেখছেন একজন খুচরা বিক্রেতা।
৩ / ১০
আড়তে এসেছে নানা জাতের পেঁয়াজ।
৪ / ১০
চলছে মাপজোখ।
৫ / ১০
রিকশায় করে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
৬ / ১০
দোকানে থরে থরে সাজানো নানা জাতের পেঁয়াজ।
৭ / ১০
চীনা পেঁয়াজ আকারে বেশ বড়।
৮ / ১০
প্রায় সব দোকানেই পেঁয়াজের সরবরাহ বেড়েছে।
৯ / ১০
চীনা পেঁয়াজ দেখাচ্ছেন এক শ্রমিক।
১০ / ১০
খুচরায় বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পেঁয়াজ।