পুরান ঢাকার চড়কপূজা

সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী চড়কপূজা ও মেলা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে হাজারো ভক্ত-দর্শনার্থী সমবেত হন। চৈত্রসংক্রান্তিতে পুরান ঢাকার শাঁখারীবাজারের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও স্থানীয় শিব আশ্রয় কমিটির উদ্যোগে চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চড়কপূজার বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।

১ / ১১
মাঠের মাঝখানে চড়কগাছ (গুঁড়ি) স্থাপন করছেন ভক্তরা। এই গুঁড়ি ঘিরেই ঝুলবেন শিবের বেশে একজন
২ / ১১
চড়কগাছের সামনে পূজা করছেন ভক্তরা
৩ / ১১
চড়কগাছের সামনে প্রণাম করছেন এক বৃদ্ধা
৪ / ১১
চড়কগাছের সামনে হাত জোড় করে প্রণাম করছেন একজন
৫ / ১১
ছিটিয়ে দেওয়া বাতাসা ধরতে চেষ্টা করছে এক শিশু
৬ / ১১
শিব সাজে নৃত্যরত একজন সাধক
৭ / ১১
শিব সাজতে সাহায্য করছেন এক ব্যক্তি
৮ / ১১
পূজা করছেন একজন শিবসাধক
৯ / ১১
পিঠের চামড়ায় প্রথমে হুক গাঁথা হয়। এরপর রশির সঙ্গে সেই হুক লাগিয়ে চড়কে ঘুরছেন একজন শিবসাধক
১০ / ১১
সংগ্রহ করা হচ্ছে দক্ষিণা
১১ / ১১
চড়কপূজা দেখতে জড়ো হয়েছেন ভক্তরা