খুলনা বিভাগের অনেক এলাকায় চলছে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত গত তিন দিনে খুলনার বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং এতে ভোগান্তির ছবি নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে।

১ / ৮
সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ।
২ / ৮
বৃষ্টির মধ্যে বাবার সঙ্গে বাইরে বের হয়েছে এক শিশু।
৩ / ৮
বৃষ্টির মধ্যে উড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বক।
৪ / ৮
ছাতা নেই, তাই কলাপাতা কেটে বৃষ্টি থেকে মাথা রক্ষার চেষ্টা।
৫ / ৮
ভারী বৃষ্টিতে তলিয়েছে খুলনার অনেক সড়ক। বাস আসছে পানি ছড়িয়ে। তাই পথচারী ভয়ে রাস্তা পার হচ্ছে না।
৬ / ৮
জলাবদ্ধ সড়কে পানির মধ্য দিয়ে চলছে যানবাহন।
৭ / ৮
স্কুল থেকে ফেরার পথে শিশুকে পিঠে নিয়ে জলমগ্ন সড়ক পার হচ্ছেন এক মা।
৮ / ৮
জলমগ্ন সড়কে পা ওপরে তুলে মোটরসাইকেল চালাচ্ছেন তিনি।