হাওরে মাছ শিকার

সিলেটের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে হাওর-বাঁওড়, নদ-নদী আর খাল-বিল। বর্ষার শুরু থেকেই এগুলো পানিতে টইটম্বুর থাকে। এ সময় হাওরগুলোতে পাওয়া যায় নানা প্রজাতির মাছ। বর্ষার শুরু থেকে শুষ্ক মৌসুম পর্যন্ত হাওরে মাছ ধরায় মেতে থাকেন মৎস্যজীবী থেকে শৌখিন শিকারিরা। বিভিন্ন ধরনের জাল ও ফাঁদ পেতে মাছ শিকার করেন তাঁরা। কেউ কেউ আবার নৌকায় ভেসে জাল পেতে মাছ ধরেন। স্থানীয় বাজার ছাড়াও সড়কের পাশে এসব মাছ বিক্রি করেন মৎস্যজীবীরা।

১ / ১২
সিলেট সদরের উফতার হাওরে বেল জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী।
২ / ১২
কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও হাওরে বেড় জাল দিয়ে মাছ শিকার করছেন চার মৎস্যজীবী।
৩ / ১২
সিলেট সদরের পিঠাকরা হাওরে নৌকা নিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি।
৪ / ১২
সিলেট সদরের বাউয়ারকান্দি হাওরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক শৌখিন মাছ শিকারি।
৫ / ১২
সিলেটের দক্ষিণ সুরমার দোবাগীর হাওরে পেতে রাখা জাল থেকে মাছ নিচ্ছেন মৎস্যজীবী।
৬ / ১২
কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় হাওরপারে জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত শিশু-কিশোরেরা।
৭ / ১২
নৌকায় ভেসে কোম্পানীগঞ্জের তেলিখালে মাছ শিকার করছেন তিন ব্যক্তি।
৮ / ১২
পানি কমেছে কোম্পানীগঞ্জের বুড়দেও হাওরে। শিশুকে নিয়ে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন এক নারী।
৯ / ১২
মাছ ধরা শেষে সেগুলো আলাদা করছেন দুই মৎস্যজীবী। কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায়।
১০ / ১২
সিলেট সদরের জিলকার হাওরে মাছ ধরা শেষে হাওরের পানিতে জাল ধুয়ে নিচ্ছেন দুই মৎস্যজীবী।
১১ / ১২
ছোট-বড় দেশি মাছের পসরা সাজিয়ে কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকায় সড়কের পাশে বসে আছেন বিক্রেতা।
১২ / ১২
বাজারে মাছ বিক্রি শেষে নৌকায় বাড়ি ফিরছেন দুই মৎস্যজীবী। ছবিটি কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকা থেকে তোলা।