পোড়াদহে চোখজুড়ানো মাছের মেলা

প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসেছে। মাছের মেলা নামেও পরিচিত এই মেলা। মেলা দুই দিনের হলেও আবহ থাকে বেশ কয়েক দিন। এলাকার নাম অনুসারে হয় পোড়াদহের মেলা। মেলায় বড় মাছ ও নানা ধরনের মিষ্টির সমাহার বসে। দীর্ঘদিনের এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন মহিষাবান ইউনিয়নের বাসিন্দারা।

১ / ১১
ব্ল্যাক কার্প মাছ দেখিয়ে মেলায় ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন আইনাল ও নীলু মণ্ডল।
২ / ১১
২০ কেজি ওজনের কাতলা মাছটি দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতা সোহাগ মিয়া।
৩ / ১১
মেলায় আনা তাজা বোয়াল মাছটির ওজন প্রায় ১৯ কেজি। মাছটি ৪৩ হাজার টাকায় কিনে নিয়েছেন আবদুস সালাম মিয়া।
৪ / ১১
বিক্রেতা রবিউল ও স্বপন ইসলাম প্রায় ৪৪ কেজি ওজনের সামুদ্রিক সোর্ড ফিশ এনেছেন। মাছটির দাম হেঁকেছেন ৩৫ হাজার টাকা ।
৫ / ১১
মেলায় বিক্রির জন্য আনা ‘বিগ হেড’ মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় এক বিক্রেতা।
৬ / ১১
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় বিক্রির জন্য আনা বিভিন্ন প্রজাতির মাছ।
৭ / ১১
দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় মাছের ডালা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
৮ / ১১
মেলায় হলুদ রঙের মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা।
৯ / ১১
জমে উঠেছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা প্রাঙ্গণ।
১০ / ১১
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় আসা দর্শনার্থীরা রাইডে চড়ছেন।
১১ / ১১
মাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় হেলাল উদ্দিন ও আল আমিন মিয়া।