ফুটপাতে মাটির তৈজসপত্র

রংপুর শহরের কাছারিবাজার এলাকার ফুটপাতে মাটির তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। গৃহস্থালি ও ঘর সাজানোর সুন্দর কারুকার্যময় এসব পণ্য সহজেই নজর কাড়ে ক্রেতাদের। এসব তৈজসপত্র বিক্রি করে একটি বড় জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করছে।

১ / ১০
দৃষ্টিনন্দন মাটির তৈরি পণ্য
২ / ১০
মাটির তৈরি শোপিস পরিষ্কার করছেন একজন ব্যবসায়ী
৩ / ১০
দোকানে রয়েছে বিভিন্ন নকশার মাটির থালা
৪ / ১০
সাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরি কাপ–পিরিচ
৫ / ১০
মাটির তৈরি ঐতিহ্যবাহী গরুর গাড়ি নজর কাড়ে ক্রেতাদের
৬ / ১০
চিতই পিঠা তৈরির পাত্র বিক্রি হয় দোকানে
৭ / ১০
ভাপা পিঠা তৈরির হাঁড়ি পাওয়া যাচ্ছে দোকানগুলোতে
৮ / ১০
দেয়ালে টাঙানোর শোপিস
৯ / ১০
ছোট–বড় বর্ণিল ফুলদানি
১০ / ১০
সঞ্চয়ের জন্য মাটির ব্যাংক পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে