সুগন্ধি আতর ও বাহারি রঙের টুপি

ঈদের দিনের জন্য শুধু নতুন পাঞ্জাবি-পায়জামা নয়, সঙ্গে সুগন্ধি আতর ও বাহারি রঙের টুপি কিনতে ব্যস্ত ক্রেতারা। নগরের বিভিন্ন এলাকায় তাই এখন টুপি, জায়নামাজের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। এ ছাড়া বিভিন্ন অভিজাত বিপণিবিতানে চলছে আতর, টুপি ও তসবিহ বেচাকেনা। চট্টগ্রামে আতর, টুপি, জায়নামাজ ও তসবিহর জন্য সুখ্যাতি রয়েছে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ মার্কেটের। মার্কেটের ভেতরে দোকানগুলোতে পছন্দের ঘ্রাণের আতর খুঁজে নিচ্ছেন ক্রেতারা। এ ছাড়া জায়নামাজ, টুপি, তসবিহ, মেসওয়াক ইত্যাদি কিনছেন তাঁরা। কেবল মার্কেটে নয়, মসজিদের সামনে ফুটপাতেও চলছে টুপি-জায়নামাজের কেনাবেচা।

১ / ১৩
ফুটপাত থেকে টুপি কিনছেন অনেকেই।
২ / ১৩
বড়দের পাশাপাশি ছোটরাও এসেছে টুপি কিনতে।
৩ / ১৩
জামাতে আতর দিয়ে দেওয়া হচ্ছে।
৪ / ১৩
বিক্রির জন্য তসবিহ সাজিয়ে রাখা হয়েছে।
৫ / ১৩
হাতে সুগন্ধি আতর লাগিয়ে দেওয়া হচ্ছে।
৬ / ১৩
বিভিন্ন ধরনের সুগন্ধি আতর পাওয়া যায়।
৭ / ১৩
তাকে সাজিয়ে রাখা হয়েছে টুপি।
৮ / ১৩
ঈদের নামাজ পড়াতে বিক্রি করা হচ্ছে আবায়া।
৯ / ১৩
মেসওয়াক বিক্রি করা হয়।
১০ / ১৩
ঈদের নামাজ পড়তে ফুটপাত থেকে নতুন পাঞ্জাবি কিনছেন অনেকে।
১১ / ১৩
নতুন পায়জামা দেখছেন অনেকে।
১২ / ১৩
সাদা হাফ গেঞ্জি কিনছেন কেউ কেউ।
১৩ / ১৩
ঈদে জায়নামাজ কিনছেন মুসল্লিরা।