ডেনিম প্রদর্শনী

ঢাকার পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোমবার শুরু হয়েছে বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই দিনের এই প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, তুরস্ক, স্পেন, পাকিস্তানসহ ১১টি দেশের ৬৩টি কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি—২৭। ডেনিম এক্সপোর এবারের আসরটি ১৬তম। এবারের প্রতিপাদ্য, ‘রিইমাজিন বা নতুন করে ভেবে দেখা’। ডেনিম এক্সপো ঘুরে ছবির গল্প।

১ / ১০
ব্যবহৃত পুরোনো ঢেউটিন আর কাঠ দিয়ে বানানো স্টলে নিজেদের পণ্য সাজিয়েছে দেশি-বিদেশি প্রতিষ্ঠান।
২ / ১০
স্টলে ডেনিম প্যান্ট দেখছেন ক্রেতারা।
৩ / ১০
নানা নকশা করা ডেনিমের শার্ট ও প্যান্ট।
৪ / ১০
মেলায় নানা আকার ও রঙের বোতাম সাজিয়ে রাখা হয়েছে।
৫ / ১০
ডেনিম কাপড় ওয়াশে ব্যবহার করা হয় ম্যাজিক বল।
৬ / ১০
স্টল ঘুরে পণ্য দেখছেন বিভিন্ন কোম্পানির ক্রেতারা।
৭ / ১০
ডেনিম কাপড়ের নমুনা সাজিয়ে রাখা হয়েছে।
৮ / ১০
জিপার ও বোতামের বিভিন্ন নমুনা।
৯ / ১০
এই সুতা দিয়ে তৈরি হয় ডেনিম কাপড়।
১০ / ১০
নমুনা জিনস প্যান্ট দেখছেন ক্রেতারা।