শঙ্খ নদের তীরে সবজির হাট

ভোরের আলো ফোটার আগেই শঙ্খ নদের বুকচিরে নৌকায় করে সবজি পৌঁছায় দোহাজারী রেলস্টেশন বাজারে। মাঠ থেকে তোলা টাটকা সবজি নদীপথে এসে জমে এই তীরঘেঁষা বাজারে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই নদের তীর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে নদী, নৌকা আর সবজিকে ঘিরে প্রতিদিনের এই ব্যস্ত জীবনের গল্প নিয়েই এ ছবির গল্প।

১ / ১০
শঙ্খ নদের তীরের দোহাজারী রেলস্টেশন সবজি বাজার
২ / ১০
নদীপথে আসছে সবজির নৌকা
৩ / ১০
রেলসেতুর নিচে ভিড়ছে সবজির নৌকা
৪ / ১০
শঙ্খ নদ পেরিয়ে আসছে সবজি
৫ / ১০
সবজিবোঝাই অনেক নৌকা আসে এখানে
৬ / ১০
সবজি সতেজ রাখতে ছিটিয়ে দেওয়া হচ্ছে পানি
৭ / ১০
নৌকাভর্তি শীতের সবজি
৮ / ১০
বেগুনভর্তি টুকরি নিয়ে যাচ্ছেন এই শ্রমিক
৯ / ১০
বিভিন্ন স্থানে নেওয়ার জন্য সাজিয়ে রাখা হয়েছে মুলা
১০ / ১০
রেলস্টেশন বাজার থেকে ট্রাকে করে সবজি অন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে