সরিষা ফুলের রাজ্যে
হেমন্তকাল প্রায় শেষ। প্রকৃতিতে বিরাজ করছে শীতের আবহ। এই সময়ে সরিষা ফুলে ফুলে গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে। যেদিকে চোখ যায়, মনে হয় কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। ঝলমলে রোদে এসব সরিষার ফুল অপূর্ব শোভা ছড়ায়। সরিষাখেত ও ফুলের এসব ছবি গতকাল রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রাম থেকে তোলা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭