চট্টগ্রাম চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে এক জোড়া সিংহ ও চার জোড়া ওয়াইল্ড বিস্ট। প্রাণীগুলোকে ১৫ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া চিড়িয়াখানায় অন৵ প্রাণী তো রয়েছেই। শুক্রবার ছুটির দিনে চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা এসব প্রাণীর খাঁচার সামনে ভিড় জমান।