আজ রোববার সকাল থেকে সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোর থেকে থেমে থেমে ঝিরঝির বৃষ্টিও পড়েছে। চৈত্র মাসের শুরুতে এমন বৃষ্টি নগরজীবনে খানিক ভোগান্তি বাড়িয়েছে। বৃষ্টি উপেক্ষা করে তবুও ঘরের বাইরে বেরিয়েছেন মানুষজন। কেউ বৃষ্টিতে ভিজে, কেউ আবার ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন কাজের উদ্দেশ্যে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের মতো আগামী ২৪ ঘণ্টায় এমন আবহাওয়ায় মোড়া থাকবে সিলেট। ছবিগুলো সিলেট শহরের বিভিন্ন এলাকায় তোলা।