বৃষ্টিভেজা সিলেট নগর

আজ রোববার সকাল থেকে সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ভোর থেকে থেমে থেমে ঝিরঝির বৃষ্টিও পড়েছে। চৈত্র মাসের শুরুতে এমন বৃষ্টি নগরজীবনে খানিক ভোগান্তি বাড়িয়েছে। বৃষ্টি উপেক্ষা করে তবুও ঘরের বাইরে বেরিয়েছেন মানুষজন। কেউ বৃষ্টিতে ভিজে, কেউ আবার ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন কাজের উদ্দেশ্যে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশের মতো আগামী ২৪ ঘণ্টায় এমন আবহাওয়ায় মোড়া থাকবে সিলেট। ছবিগুলো সিলেট শহরের বিভিন্ন এলাকায় তোলা।

১ / ১২
বৃষ্টিভেজা কিনব্রিজ এলাকা। সড়কে পড়ে আছে গাছের পাতা
২ / ১২
বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মেলে ধরছেন এক ব্যক্তি
৩ / ১২
বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছেন চালক। পেছনে পলিথিন মুড়িয়ে বসে আছেন যাত্রী
৪ / ১২
মাথায় পলিথিন মুড়িয়ে ঝিরঝির বৃষ্টিতে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি
৫ / ১২
রোদ কিংবা বৃষ্টিতে থেমে থাকে না নগরজীবন। ঠেলায় করে পানি সরবরাহের কাজে ব্যস্ত তিনি
৬ / ১২
এক হাতে ছাতা নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন ব্যক্তি
৭ / ১২
বৃষ্টির মধ্যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন দুই দিনমুজর
৮ / ১২
আড়ত থেকে কলা নিয়ে যাচ্ছেন ভ্যানচালক
৯ / ১২
ঝিরঝির বৃষ্টির মধ্যে মাথায় বস্তা দিয়ে পথ চলেছেন এক ব্যক্তি
১০ / ১২
ছাতা মাথায় চলছেন এক ব্যক্তি
১১ / ১২
বৃষ্টির মধ্যে শরীর ভিজিয়ে ঠেলায় করে বাঁশ নিয়ে যাচ্ছেন চালক
১২ / ১২
বৃষ্টিতে ভিজে বসে আছে শালিক পাখি