বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ

বান্দরবানে সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠিত হয়। নতুন বছরকে বরণ করে নিতে মারমা জনগোষ্ঠীরা এই পানিবর্ষণে অংশ নেন। তিন দিন ধরে শহরজুড়ে চলে এই পানি খেলা। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষেরা একে অন্যের শরীরে পানি ছিটান। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে ওঠে পুরো পার্বত্য জেলা বান্দরবান। গতকাল বৃহস্পতিবার বান্দরবানের রাজার মাঠে।

১ / ১১
মুখোমুখি দাঁড়িয়ে একে অন্যকে পানি ছিটিয়ে দিচ্ছেন মারমা তরুণ-তরুণীরা
২ / ১১
পানি ছিটাচ্ছেন তরুণীরা
৩ / ১১
তরুণীদের দিকে পানি ছিটাচ্ছেন মারমা তরুণেরা
৪ / ১১
উৎসবে অংশ নেন দুই পর্যটক। তাঁদের মাথায় পানি ঢালছেন এক মারমা তরুণ
৫ / ১১
ছবি তুলছেন দুই তরুণী
৬ / ১১
অনুষ্ঠানে এসে পানি খেলার মঞ্চের সামনে ছবি তুলছেন দর্শনার্থীরা
৭ / ১১
ওয়াটার গান নিয়ে খেলায় মেতেছে শিশুরা
৮ / ১১
মঞ্চে সংগীত পরিবেশন করছেন শিশুশিল্পীরা
৯ / ১১
বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছেন মারমা শিল্পীরা
১০ / ১১
বর্ণিল সাজে সেজেছে খুদে শিল্পীরা
১১ / ১১
অটোরিকশায় করে সড়কে পানি খেলায় মেতেছে শিশুরা