শরতের কাশফুল

নদীর তীরে, বিলের কাছে ও জলাভূমিতে এখন কাশফুলের মেলা। শরৎ চেনা যায় কাশফুলের এই অসাধারণ দৃশ্যে। কাশফুল যেন প্রকৃতির এক সুন্দর প্রতীক। ঢাকা নগরীর আশপাশের কিছু স্থানে কাশফুল ফুটেছে। সেই দৃশ্য দেখতে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়েও অনেকে যাচ্ছেন। বছিলার তুরাগ এলাকা থেকে তোলা।

১ / ১০
মেঘে ভেঙে ওঠা সূর্যের আলোয় কাশফুল
২ / ১০
সাদা তুলোর মতো দেখতে ফুলগুলো
৩ / ১০
ইজিবাইকে করে অনেকে এসেছেন ফুল দেখতে
৪ / ১০
বাবা–মেয়ে আনন্দ নিয়ে সময় কাটাচ্ছে এই ফুলের রাজ্যে
৫ / ১০
বৃষ্টিতে কাশফুল এমন চুপসে গেছে
৬ / ১০
কাশফুল দেখে আনন্দে আত্মহারা শিশুরা
৭ / ১০
বন্ধুরা মিলে ছবি তুলতে এসেছেন
৮ / ১০
কাশফুল দেখতে গিয়ে এমন ছোট্ট ঘরে বসে জিরিয়ে নিতে পারেন যে কেউ
৯ / ১০
ফুল দেখে তরুণীর উচ্ছ্বাস
১০ / ১০
চারধারে শুধু কাশফুল