মহিষ ও ঘোড়ার গাড়িতে ধান বহন

নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ৯টি উপজেলাজুড়ে চলনবিল। বর্ষা মৌসুমে বিলটি বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয়। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে সেখানে চাষ হয় বিভিন্ন জাতের ধান। ফেব্রুয়ারিতে চারা রোপণের পর এপ্রিল থেকে শুরু হয় ধান কাটা। এ সময় বিলজুড়ে চলে ধান কাটার উৎসব। গ্রামবাংলার ঐতিহ্যের মহিষ ও ঘোড়ার গাড়িতে করে এই ধান খেত থেকে ঘরে তোলেন কৃষকেরা। এই দৃশ্য নিয়ে ছবির গল্প।

১ / ৯
মহিষের গাড়িতে বোরো ধান তুলছেন কৃষকেরা।
২ / ৯
মহিষের গাড়িতে ধান নিয়ে কৃষকের ঘরে ফেরা।
৩ / ৯
ধানবোঝাই মহিষের গাড়ির সারি।
৪ / ৯
বিলের মধ্যে মহিষের গাড়ি। ধান নিয়ে এগিয়ে চলছে গাড়ি।
৫ / ৯
বিল থেকে পাকা রাস্তায় উঠেছে মহিষের গাড়ি।
৬ / ৯
পথের ধারে সারি সারি ঘোড়ার গাড়ি।
৭ / ৯
গ্রামের কাঁচা সড়ক ধরে ধান নিয়ে এগিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি।
৮ / ৯
চলনবিলে প্রায় ৩৬ হাজার ৬২০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে।
৯ / ৯
ধান মাড়াই শেষে ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে খড়।