কুড়িগ্রামে নদীভাঙন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গেই এসব নদ-নদীর অববাহিকায় নদীভাঙন দেখা দিয়েছে। জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন, দলদলীয়া ইউনিয়ন ও রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙনের কবলে পড়ে গত ১০ দিনে শতাধিক পরিবার গৃহহারা হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ৩০ একর ফসলি জমি। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে আছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক, সাতটি পাকা মসজিদ, দুটি বাজার এবং ছয় শতাধিক পরিবারের বসতবাড়ি। এদিকে ভাঙন ঠেকাতে চর শৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে বাঁশের বান্ডিল ও তিস্তা নদীপারের চর গতিয়াশাম, চর খিতাব খাঁ গ্রামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে। ধরলা, তিস্তা ও গঙ্গাধর এলাকা ঘুরে এসব নদ-নদীর ভাঙনের ছবিগুলো তোলা।