প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনী

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, বিদেশি কূটনীতিক, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে নারীনেত্রী, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্টজনদের এই মিলনমেলা হয়। ছবিগুলো তুলছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

১ / ১৯
যন্ত্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
২ / ১৯
শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বগা তালেব ও তাঁর দল।
৩ / ১৯
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সঙ্গে হাত মেলান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৪ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের একাংশ।
৫ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিদের একাংশ।
৬ / ১৯
শিল্পী ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের একাংশ।
৭ / ১৯
প্রীতিসম্মিলনীতে উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকেরা। তাঁদের সঙ্গে কথা বলছেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান (ছবিতে বাঁ থেকে চতুর্থ)।
৮ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ মন্ত্রী, সংসদ সদস্যরা।
৯ / ১৯
বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
১০ / ১৯
অনুষ্ঠানের সামনের সারির বাঁ দিকে বসেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
১১ / ১৯
অভিনয় শিল্পী মেহজাবীন, আজমেরী হক বাঁধনসহ সুধীজনেরা।
১২ / ১৯
সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের হাতে লতিফুর রহমান পুরস্কার তুলে দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
১৩ / ১৯
বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান।
১৪ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের একাংশ।
১৫ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের একাংশ।
১৬ / ১৯
অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ সুধীজনের একাংশ।
১৭ / ১৯
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ অতিথিদের একাংশ।
১৮ / ১৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীন এবং ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারে হাতে তহবিলের চেক তুলে দেন অতিথিরা।
১৯ / ১৯
খেলোয়াড়দের সঙ্গে পৃষ্ঠপোষক ও আয়োজকদের সমবেত ছবি।